ড. পুষ্পেন্দু সরকারের সহযোগিতায় পথ কুকুরদের মুখে খাবার তুলে দিলো 'প্রয়াস - দ্যা ইন্ডেভ্যার গ্রুপ 

সুজাতা ঘোষ , বাগডোগরা :

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশব্যাপী লকডাউনের পর এখন চলছে 'আনলক' প্রক্রিয়া। কিন্তু 'আনলক' প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন জায়গায় সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আবারো জারি করা হয়েছে লকডাউন । এমনই পরিস্থিতি চলছে শহর শিলিগুড়ির অধীনস্ত বিভিন্ন জনবহুল এলাকায়। এই লকডাউনের জেরে শুধুমাত্র দিন আনা দিন খাওয়া মানুষজনই নয়; সমস্যায় পড়েছে পথ কুকুরেরাও। বন্ধ রয়েছে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট; যে কারণে অভুক্ত থাকতে হচ্ছিল অবলা প্রাণীদের। এই অবলা প্রাণীদের কথা মাথায় রেখে লকডাউনের প্রথম দিন থেকেই সেই সমস্ত পথ কুকুরদের মুখে খাবার তুলে দিচ্ছে 'প্রয়াস - দ্যা ইন্ডেভ্যার গ্রুপ ।'


গতকাল এই গ্রুপের মহান উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন ড. পুষ্পেন্দু সরকার এবং তার স্ত্রী ড. সয়েতা সরকার। এদিন 'প্রয়াস -দ্যা ইন্ডেভ্যার 'গ্রুপের সম্পাদক সোহিনী গঙ্গোপাধ্যায় জানান -' উনারা দুজনেই পশুপ্রেমী । কয়েক মাস আগে আমাদের এনজিওর সঙ্গে যোগাযোগ করে একটি পথকুকুরকে দত্তক নেন । আবার হঠাৎই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং মনস্থির করেন পথ কুকুরদের রীতিমতো পাত পেড়ে খাওয়াবেন বলে ।তাদের কথা মতোই গতকাল আমরা চাল, ডাল ,মুরগির মাংস ও সয়াবিন সহ প্রায় ১৫ কেজি খাবারের আয়োজন করি এবং টোটোতে করে রঙ্গিয়াজোত থেকে শুরু করে শিবমন্দির এবং মেডিকেল মোড় পর্যন্ত প্রায় সমস্ত পথকুকুরদের মুখে খাবার তুলে দিই ।' এদিন তিনি একদিকে যেমন এই দুই পশুপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন ,তেমনি চেয়েছেন আগামীতেও আরো অনেক মানুষ এগিয়ে আসুক এই অবোলা জীবদের পাশে দাঁড়ানোর জন্য।