Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাক্তন কংগ্রেস বিধায়কের স্মরণ সভা

 প্রাক্তন কংগ্রেস বিধায়কের স্মরণ সভা 


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 

করোনা সংক্রমণের মধ্যে সোশ্যাল ডিসটেন্স মেনে বর্ষিয়ান নেতা প্রাক্তন কংগ্রেস বিধায়ক কাশীনাথ তা এর ৩৯ তম স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ।

বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির অন্তগত ভোতার পার এলাকায় এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, মেন্টর উজ্জল প্রামাণিক, কাকুলি তা সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। 

১৩৮৯ সালের ২৫ শে শ্রাবণ তৎকালীন সিপিএম এর এগারো জন দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা কাশীনাথ তার।আজ তার ৩৯ তম মৃত্যু বার্ষিকী। অন্যান্য বছরে মত এবছর জাঁকজমক করে পালন করা হলোনা কাশীনাথ তা এর স্মরণ সভা।সামাজিক দুরত্ব বজায় রেখে সকালেই পালন করা হয়  স্মরণ সভা।নিয়ম মতো মৃতের প্রতিকৃতিতে করা হয় মাল্যদান।পুষ্প দিয়ে শ্রোদ্ধাঘ্য জানান উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা।বাবার মৃত্যুর পর রাজনীতিকে শক্ত হাতে আকরে ধরতে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান করেন কাশী কন্যা কাকুলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code