প্রতিভার সন্ধানে আজকের মুখ কবি মধুমিতা ঘোষ
শুভাশিস দাশমধুমিতা ঘোষ
বয়স - ২০
ফেস বুক-মধুমিতা ঘোষ
এই মুহুর্তে উত্তরের যে কজন তরুণ প্রতিভা কবিতার অলিন্দে বিচরণ করছে মধু মিতা তাঁদের একজন ।
শৈশব থেকেই লেখালিখির হাতে খড়ি ।
পড়াশুনার সাথে সাহিত্য চর্চাও করে যাচ্ছে মধুমিতা ।
সে বাংলা সাহিত্য নিয়ে দিনহাটা কলেজে পড়ছে ।
বেশ কিছু লিটিল ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে । সম্প্রতি মধুমিতা ' দুর্নিবার ' ই ম্যাগের সম্পাদিকা নির্বাচিত হয়েছে ।
মধুমিতার কবিতা ছড়িয়ে পড়ুক অনেক দূর এই কামনা আমাদেরও ।
প্রতিভার সন্ধানে আপনার কথা তুলে ধরতে চাই আমরা। আপনার পরিচিতি পাঠিয়ে দিন আমাদের মেইল করে- sangbadekalavya@gmail.com
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊