Pranab Mukherjee, India’s former president and one of the country’s most admired political leaders, died on Monday.
প্রয়াত দেশের প্রাক্তন তথা প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
ভারতীয় রাজনীতির অলিন্দে পরিচিত ছিলেন ট্রাবলশ্যুটার বা ক্রাইসিস ম্যানেজার হিসেবে। ভারতীয় রাজনীতিতে তিনি চাণক্য।
চির বিদায় নিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বাংলার সন্তান প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। পাশাপাশি, একজন প্রশংসিত রাজনৈতিকবিদ। সোমবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
প্রণব মুখার্জি তাঁর রাজাজি মার্গের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান। এরপর, ১০ ই আগস্ট তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য অপারেশন করা হয়েছিল।
জানা গিয়েছিল তাঁর করোনা পরীক্ষা করা হলেও সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর ফুসফুসে সংক্রমণ হয়, কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়েছে। সোমবার সকালে চিকিত্সকরা সতর্ক করেছিলেন যে তাঁর অবস্থার হ্রাস ঘটেছে এবং তার ইনফেকশনের কারণে সেপটিক শক হয়েছে। গভীর কোমায় ছিলেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টেও রাখা হয়েছিল।
অবশেষে আজ বিকেলেই প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর টুইট করে জানান। তিনি টুইটে লিখেছেন, 'সকলকে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় ডাক্তারদের প্রচেষ্টা সত্ত্বেও ও সকল ভারতবাসীর দোয়া, প্রার্থনার পরেও সবেমাত্র তিনি মারা গেছেন।
With a Heavy Heart , this is to inform you that my father Shri #PranabMukherjee has just passed away inspite of the best efforts of Doctors of RR Hospital & prayers ,duas & prarthanas from people throughout India !
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020
I thank all of You 🙏
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊