কেন্দ্র বিরোধী ঘোষণা ! পূর্বনির্ধারিত দিনগুলিতেই রাজ্যে জারি থাকছে সম্পূর্ণ লকডাউন

SANGBAD EKALAVYA:

গত বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই। এর পাশাপাশি আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর বাংলায় সম্পূর্ণ লকডাউন চলবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও কেন্দ্রের তরফে জারি করা আনলক ৪ এর নির্দেশিকায় বলা হয়েছিলো স্কুল-কলেজ বন্ধ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রের অনুমতি ছাড়া আর কোনও রাজ্যেই করা যাবে না সম্পূর্ণ লকডাউন। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলি বাদ দিয়ে বাকি জায়গায় লকডাউন না করতে।



যদিও সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে করোনা মোকাবিলায় আগামী সেপ্টেম্বরে পূর্ব ঘোষিত তারিখগুলিতেই পূর্ণাঙ্গ লকডাউন পালন হবে রাজ্যজুড়ে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর অবধি লকডাউন জারি থাকবে রাজ্যে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০ নয় বন্ধ থাকবে ৩০ সেপ্টেম্বর অবধি। 


এদিকে, গোটা দেশের মতো এ রাজ্যেও মেট্রো চলবে ৮ সেপ্টেম্বর থেকে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তা চলার কথা ছিল ৭ সেপ্টেম্বর থেকে। লকডাউনের জন্য তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হচ্ছে । তবে ধাপে ধাপে পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে ।