Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ্যকির ফলাফল প্রকাশ করলো NIOS

উচ্চমাধ্যকির ফলাফল প্রকাশ করলো NIOS 





জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠান (NIOS) গতকাল দ্বাদশ শ্রেণির  পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে-  nios.ac.in এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে। 

সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছিলো যে অগাস্ট মাসের ৭ তারিখের মধ্যেই ফলাফল ঘোষণা করতে হবে। আর তাই আজ দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করলো NIOS

মহামারীজনিত কারণে এ বছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। যে বিষয়গুলির জন্য কোনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তার জন্য শিক্ষার্থীরা যে বিষয়গুলির জন্য পরীক্ষা নেওয়া হয়েছে তাদের মধ্যে প্রাপ্ত সেরা তিন নম্বরের গড়ের ভিত্তিতে নম্বর পাবে।  সিবিএসই, সিআইএসসিই, WBCHSE সহ অন্যান্য বোর্ডগুলির মতন পদ্ধতি অনুসরণ করেছে NIOS

তিনটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য, গড় স্কোর দুইটির সেরাের ভিত্তিতে গণনা করা হবে বলে NIOS এর তরফে জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code