মৌচাকের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির
শচীন পাল: রক্তদান শিবিরের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করলো মৌচাক সেবাশ্রম।পাঁশকুড়া থানার অন্তর্গত মাইসরা গ্রাম পঞ্চায়েতের মাংলই গ্রামে মৌচাক সেবাশ্রম তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও এক রক্ত দান শিবিরের আয়োজন করে। রক্তের চাহিদা যখন চরমে সারা রাজ্যে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঞ্চয় প্রায় শূন্যের কাছাকাছি তখনই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মৌচাক সেবাশ্রম ।
তাদের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। এবারের শিবিরে প্রবল বৃষ্টির মধ্যেও ৬৫ জন রক্তদাতা রক্ত দেন। মৌচাক সেবাশ্রমের সর্বময় কর্তা তথা শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক মৃনাল সুন্দর পাত্র জানালেন, প্রতিবছর এই দিনটির জন্য এলাকার মানুষজন ও সদস্য-সদস্যারা অপেক্ষা করে থাকেন রক্তদানের জন্য।
তিনি আরো বলেন প্রবল বৃষ্টি উপেক্ষা করে ৬৫ জনের রক্তই সংগ্রহ কারী প্রতিষ্ঠান নিতে পেরেছেন, এদিন আরো ১৫ জন দাতা রক্ত দিতে না পেরে ফিরে গেছেন। তাঁদের ইচ্ছা আছে খুব শীঘ্রই আর একটা রক্ত দান শিবিরে আয়োজন করার এবং সেখানে টার্গেট ১২৫-১৫০জন দাতার রক্তদানের ব্যবস্থা করা। উল্লেখ্য এদিনের রক্তদাতাদের মধ্যে ২০ জন মহিলা ও ৪৫ জন পুরুষ রক্ত দিয়েছেন।১) এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সেক গোলাম মোস্তফা (প্রধান শিক্ষক এস.এস.পাটনা উচ্চ বিদ্যালয়),ডা. বিশ্বনাথ শাসমল, (প্রাক্তন সরকারি অফিসার) ,মণীন্দ্র নাথ মান্না,(প্রাক্তন প্রধান শিক্ষক,মাংলই প্রাথমিক বিদ্যালয়) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊