তনুময় দেবনাথ, দিনহাটাঃ 

বৃহস্পতিবার দিনহাটা মহকুমা জুড়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বামনেতা কমলগুহের ১৪ তম প্রয়াণ দিবসে স্মরণ করা হল। এদিন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফে মহকুমার একাধিক জায়গায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে তাদের প্রিয় নেতাকে স্মরণ করেন।

এদিন দিনহাটা পাঁচ মাথার মোড়ে কমল গুহর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। পাশাপাশি হেমন্ত বসু কর্নার কমল গুহ স্মৃতি সৌধেও পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জননেতা কমল গুহর প্রতি শ্রদ্ধা জানান।


এছাড়াও, এদিন দিনহাটা মহকুমার একাধিক অঞ্চলের দলীয় কার্যালয়ে জননেতা কমল গুহের প্রয়াণ দিবস সম্মানের সঙ্গে পালিত হয়। বিকেলে কমলগুহ স্মৃতিরক্ষা কমিটির তরফে কমলগুহ স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পাশাপাশি শহরের বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরাও কমল গুহ স্মৃতি সৌধে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।