[Sangbad Ekalavya]

MORTH INVITES PUBLIC SUGGESTIONS ON ENFORCING BIS CERTIFICATION FOR TWO-WHEELER HELMETS


ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)  2018 সালে একটি regulation জারি করেছিল যার ফলে বাইকের হেলমেটের ওজন কমে গিয়ে ১.২ কেজি হয়ে যায়। এটি চালকদের জন্য আরও বেশি ব্যবহারকারী বান্ধব করার জন্য করা হয়েছিল। তবে, এই বিজ্ঞপ্তির সবচেয়ে বড় ক্ষতিটি হ'ল এটি আমদানিকৃত, উচ্চ-মানের হেলমেটগুলির বিক্রয় বন্ধ করে দেয় কারণ তারা সাধারণত অনুমোদিত সীমা ছাড়িয়ে বেশি ওজনের হেলমেট তৈরি করে। 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক দু’চাকার যানের আরোহীদের জন্য সুরক্ষামূলক হেলমেটগুলির কার্যকরিতা নিশ্চিত করার ব্যাপারে ২০১৬’র ভারতীয় মানক ব্যুরো আইনের আওতায় বাধ্যতামূলকভাবে সার্টিফিকেট সংগ্রহ করা প্রয়োজন বলে খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। 

এই ব্যবস্থা কার্যকর হলে- 
  • দু’চাকার যানের আরোহীরা কেবল BIS শংসাপত্র সম্বলিত হেলমেট ব্যবহার করতে পারবেন  
  • এ ধরনের হেলমেটগুলি ভারতেই উৎপাদিত ও বিক্রি করা যাবে 
  • এই ব্যবস্থা কার্যকর হলে হেলমেটগুলির গুণগত মানে আরও উন্নতি ঘটবে 
  • সড়ক সুরক্ষা ব্যবস্থাও বৃদ্ধি পাবে 
  • BIS শংসাপত্র সম্বলিত হেলমেট ব্যবহারের ফলে দু’চাকার যানের আরোহীরা মারাত্মক দুর্ঘটনায় আহত হওয়া থেকেও কিছুটা রেহাই পাবেন।

মন্ত্রকের পক্ষ থেকে জারি করা খসড়া বিজ্ঞপ্তিটি সম্পর্কে জনসাধারণ তাঁদের মতামত পাঠাতে পারবেন এই ঠিকানায় – 
যুগ্মসচিব (এমভিএল), 
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক, 
পরিবহণ ভবন, পার্লামেন্ট স্ট্রিট, নতুন দিল্লি – 11 001. 

এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে  ই-মেল করেও মতামত পাঠানো যেতে পারে, ই-মেল আইডি হ’ল - jspb-morth@gov.in