বিদ্যালয়ের উদ্যোগে স্যানিটাইজ করা হলো মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ 

করোনার কারণে গোটা রাজ্যে স্কুল কলেজ বন্ধ রয়েছে। ছাত্র-ছাত্রীরা স্কুলে আসছে না ঠিকই,কিন্তু স্কুল গুলোতে একাদশ-দ্বাদশের ভর্তি,মিড-ডে মিলের সামগ্রী বিতরণ এবং নানা অফিসিয়াল কাজে স্কুলে যাচ্ছেন প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। বিভিন্ন কাজে স্কুলে আসছেন অভিভাবক-অভিভাবিকারা। এমতাবস্থায় বিভিন্ন স্কুলে মাঝে মাঝেই বিদ্যালয় ক্যাম্পাস স্যানিটাইজ করা হচ্ছে। 



সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলও স্যানিটাইজ করা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহাসহ বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে। এদিন বিদ্যালয়ে বর্তমান সময়ের চালু থাকা বিভিন্ন প্রক্রিয়া শুরুর আগেই বিদ্যালয়ের বিভিন্ন অংশ স্যানিটাইজ করা হয়না। হাতেকলমে এই কাজ করতে অগ্রণী ভূমিকা নেন বিদ্যালয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। 



উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক,স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস বর্মণ, শিক্ষাকর্মী আজিম আলি খাঁন, ইন্তাজ আলী খাঁন,আনসারুল ইসলাম খাঁন, শিক্ষক কাঞ্চনজ্যোতি দোলই, হীরুলাল পাখিরা,আরব আলি খাঁন প্রমুখ।