আনলক ফোর বা জেইই-নিট নিয়ে কথা নয়। ‘মন কি বাত’-এ খেলনা নিয়ে চর্চা নরেন্দ্র মোদির। জাতীয় শিক্ষানীতিতে খেলনা নিয়ে আলোচনা হয়েছে। খেলার মাধ্যমেই জোর দেওয়া হয়েছে শিক্ষায়, বললেন প্রধানমন্ত্রী।
খেলনা-তেও আত্মনির্ভরতার ডাক মোদীর
খেলনা হল শিশুমনের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এদিন মাসের শেষ রবিবার, মন কি বাত -এ এমনটাই বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যেহেতু খেলনা শিশুমন বিকাশ করে তাই শিশুদের খেলনা অত্যন্ত জরুরী তা বোঝাই যাচ্ছে। তাই শিশুদের নিত্য নতুন খেলনা দিতে দেশীয় খেলনায় জোর দেওয়ার কথা বলে আত্মনির্ভরতার ডাক দিলেন তিনি।
এদিন মন কি বাত- এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা পরিস্থিতিতে শিশুদের বিকাশ নিয়েও আলোচনা হয়েছে। খেলনা হল শিশুমনের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুদের হাতে নিত্যনতুন খেলনা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। অসম্পূর্ণ খেলনা নিয়ে শিশুরা খেলে তা সম্পূর্ণ করে। খেলনার গুরুত্বের কথা রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গিয়েছিলেন।শিল্পমহলকে খেলনা তৈরির আহ্বান জানান। মোদী বলেন, ‘প্রকৃতির কথা মাথায় রেখে তৈরি করতে হবে খেলনা। খেলনা শিল্পেও আত্মনির্ভর ভারত গড়তে হবে।’
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জাতীয় শিক্ষানীতিতেও খেলনার ওপর জোর দেওয়া হয়েছে। খেলনার মাধ্যমে শিক্ষাদানেও চলছে আলোচনা। তিনি জানান, বিশ্বে খেলনার বাজার ৭ লক্ষ কোটি টাকার। কিন্তু তাতে ভারতের অংশীদারিত্ব খুবই কম। বলেন, এখন সময় এসেছে "টিম আপ ফর টয়েজ" প্রকল্প শুরু করার। এটা অনেকটাই আমাদের "ভোকাল ফর লোকাল"-এর সঙ্গে মানানসই।
এদিন শিশুদের পুষ্টি নিয়েও তিনি বলেন, ‘শিশুদের বেড়ে ওঠায় পুষ্টির গুরুত্ব অপরিসীম। সেপ্টেম্বর জুড়ে পুষ্টি-মাস পালন করা হবে। ফসলের পুষ্টিগুণ বিচারে ভারতীয় কৃষিকোষ তৈরি হচ্ছে।’ এপ্রসঙ্গেই তিনি আরও বলেন, আমাদের দেশে এবার খরিফ শষ্যের ফলন ভাল।’
করোনা পরিস্থিতি মানুষ যে ভাবে ধৈর্য-সংযম দেখাচ্ছেন, তা অভূতপূর্ব বলেই মনে করছেন তিনি। আমাদের বিভিন্ন পরবের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক। করোনার এই আবহে দেশ একসঙ্গে অনেক কিছুর সঙ্গে লড়ছে করছে। যোগ করেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊