কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, শারীরিক অসুস্থতা যার কারণ হিসেবে জানিয়েছেন তিনি । 

যেখানে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়ান। 


সাংবাদিকদের শুক্রবার একথা জানিয়ে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। রোগের সঙ্গে লড়াই করায় প্রধানমন্ত্রীর দফতর সামলাতে পারছেন না বলেই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আবে।

তিনি বলেন, ‘‌গত ৮ বছর ধরে রোগ নিয়ন্ত্রণে রেখেছিলাম। এই বছর জুন থেকে রোজ ডাক্তারকেও দেখাতাম। বুঝতে পারছিলাম, সমস্যা বাড়ছে। তখনই ঠিক করি, এভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন সম্ভব হবে না। এই রোগের সঙ্গে আমায় লড়তে হবে। চিকিৎসা প্রয়োজন।’‌ 

গুরুতর অসুস্থ আবে, যিনি গত দু’‌সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমাসে কাজের থেকে তিনদিনের ছুটি নেন আবে এবং গত ১৭ তারিখ হাসপাতালে যাপন শুরু করেন। সেখানে সেদিন সাত ঘণ্টাও বেশি ভর্তি ছিলেন তিনি। ‌

হাসপাতাল যাপন এটিই প্রথম নয়,  এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছিলেন তিনি। তখনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে৷ 

২০০৭ সালেও অসুস্থতার কারণে তিনি একবার পদত্যাগ করেছিলেন এবং ২০১২ সালে পুনরায় ক্ষমতায় নিজেকে জাহির করেন শিনজো আবে। 

কিন্তু এখন তাঁর কথা অনুসারে, ‘‌হাতে এখনও এক বছর ছিল। অনেক সমস্যার সমাধান বাকি থেকে গেল। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। কর্তব্য পালনে ত্রুটি–বিচ্যুতি থাকলে ক্ষমা করে দেবেন।’