Latest News

6/recent/ticker-posts

Ad Code

পড়ুয়াদের ‘মন কি বাত’ শোনা উচিত সরকারের-রাহুল গান্ধী

পড়ুয়াদের ‘মন কি বাত’ শোনা উচিত সরকারের-রাহুল গান্ধী 


করোনা আবহের জেরে বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। বেশ কয়েকমাস ধরে বন্ধ স্কুল- কলেজ। এদিকে, নিট, জয়েন্ট পরীক্ষাও ছিল আটকে। কিন্তু, সম্প্রতি জিইই ও নিইইট পরীক্ষা নেওয়ার ব্যাপারের সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক থেকে ছাত্রছাত্রী সকলেই। এর মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরকারের ওপর তোপ দাগলেন। কেন্দ্রকে তাঁর উপদেশ পড়ুয়াদের 'মন কি বাত' শোনার। পড়ুয়াদের সাথে কথা বলে বিকল্প পথ বেঁছে নেওয়ার দাবি জানান তিনি। 


শুধু জিইই বা নিইইট নয় অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ইতিবাচক মনোভাব দেখিয়েছে কেন্দ্র। মঞ্জুরি কমিশনকে প্রয়োজনী পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। 


করোনা আবহে নিরাপদে লক্ষাধিক ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কেন্দ্রকে বিকল্প পথ ভাবার আর্জি জানিয়েছেন । কংগ্রেসও সেই পথে হেঁটে কেন্দ্রের কড়া অবস্থানের বিরুদ্ধে সুর আরও জোরালো করলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 


এদিকে, সুপ্রিম কোর্টের এক শুনানিতে জিইই ও নিইইট পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে। শীর্ষ আদালত এও জানায় করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তারজন্য শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করা যাবে না। এমনকি খোদ সুপ্রিম কোর্টও প্রশ্ন তোলে, তাদের পরীক্ষার জন্য কি আরও একবছর অপেক্ষা করতে হবে? অন্যদিকে, অভিভাবকদের আরও একটি আবেদন আগামিকাল সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code