Latest News

6/recent/ticker-posts

Ad Code

'অর্জুন পুরস্কার পেতে আর কোন পদক জিততে হবে?' প্রধানমন্ত্রীকে ক্ষোভ উগড়ে দিলেন সাক্ষী

'অর্জুন পুরস্কার পেতে আর কোন পদক জিততে হবে?' প্রধানমন্ত্রীকে ক্ষোভ উগড়ে দিলেন সাক্ষী


সাক্ষী মালিক



SANGBAD EKALAVYA:

ইতিমধ্যেই ২০২০ সালের ভারতের ক্রীড়াসম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় নিজের নাম না থাকায় ক্ষোভ উগড়ে দিয়ে সটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখেছেন ২০১৬-এর রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক। সাক্ষীর লেখা চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।



অর্জুন প্রাপকদের ২৯ জনের তালিকায় নাম ছিল তাঁর। যদিও পরবর্তীতে তাঁর নাম বাদ দেওয়া হয়। যুক্তি হিসেবে বলা হয় এর আগে তিনি দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার পেয়ে গিয়েছেন। আর তাই এই কুস্তিগীরের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। 


নিজের ট্যুইটারে প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে উল্লেখ করে লিখেছেন,"আমাকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। এর জন্য আমি গর্বিত। সমস্ত ক্রীড়াবিদরা সব ধরনের সম্মান জেতার স্বপ্ন দেখে। পুরস্কারের জন্য প্রতিটি ক্রীড়াবিদই নিজেকে উজাড় করে দেয়। আমার নামের আগে অর্জুন বসবে এটা আমিও চাই। দেশের জন্য আর কোন মেডেল জিতলে আমার নাম অর্জুন পুরস্কারের জন্য বিবেচনা করা হবে? সেটাই আমি জানতে চাই। নাকি এই জীবনে আর অর্জুন পুরস্কার পাওয়া হবে না আমার?"


প্রসঙ্গত, এই একই কারণে অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা থেকে ২০১৮ সালে খেলরত্ন জয়ী মহিলা ভারোত্তোলক মীরাবাঈ চানুর নামও বাদ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code