নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সাংবাদিকতা করবে গিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় ওয়েব সাংবাদিকদের।অনেকক্ষেত্রে পাশে পাওয়া যায় না সাংবাদিক সংঠনকেও।সেই কথা মাথায় রেখে বুধবার পথ চলা শুরু করল আলিপুরদুয়ার জেলা ওয়েব নিউজ অ্যাসোসিয়েশন। বিভিন্ন চ্যানেল,খবরের কাগজের সাংবাদিকদের পাশাপাশি নিরলস পরিশ্রম করে চলেন ওয়েব সাংবাদিকরাও। কিন্তু স্বীকৃত দেওয়া হয় না তাদের। এদিন জেলা আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়েব পোর্টালে কর্মরত রিপোর্টারদের একত্রিত করে এক ছাতার তলায় আনার জন্য এই উদ্যোগ বলে জানা যায় অ্যাসোসিয়েশনের তরফে।
করোনা আবহে অনেক বিধি নিষেধ লাগু করা হয়েছে সরকারের পক্ষ থেকে।এদিন সেসব বিধি মেনেই আলিপুরদুয়ার জেলার একটি হোটেলে জেলার সবকটি ব্লকের ওয়েব নিউজ পোর্টালে কর্মরত রিপোর্টারদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকের পাশাপাশি এদিন তৈরি করা হয় ওয়েব নিউজ সাংবাদিকদের কার্যকারী কমিটি।সভাপতি পদে নির্বাচিত হন প্রদীপ লামা।এছাড়াও সহ সভাপতি পদে যুগ্মভাবে রয়েছেন হিতৈষী দেবনাথ এবং মিলটন সরকার।সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রকাশ মন্ডল,সহ সাধারণ সুজিব বোস এবং কোষাধ্যক্ষ বিদ্যুৎ ভৌমিক।এছাড়াও এসোসিয়েশনের এক্সেকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন সুজয় সরকার,সপ্তপর্নী চক্রবর্তী,আনিশা পোদ্দার,সুমিত কারজি এবং গৌতম বিশ্বাস।
অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রকাশ মন্ডল জানান,নিউজ পোর্টাল কর্তব্যরত রিপোর্টারদের পায়ের মাটি শক্ত করতেই এই উদ্যোগ।কাজ করতে গিয়ে বহু ক্ষেত্রেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় নিউজ পোর্টাল রিপোর্টারদের।জেলায় প্রেস ক্লাবের মত সংস্থা থাকলেও ওয়েব সাংবাদিকদের সমস্যায় পাশে থাকার লোক মানুষ পাওয়া যায় না। তিনি আরও জানান নতুন এই অ্যাসোসিয়েশন জেলার প্রতিটা ওয়েব পোর্টাল সাংবাদিকদের পাশে থাকবে সর্বদা।
অন্যদিকে এদিনের বৈঠকে উপস্থিত ওয়েব সাংবাদিকরা জানান বিভিন্ন জায়গায় তাদের কাজ নিয়ে নানান প্রশ্ন করা হয়।তারা কি কাজ করেন?কোথায় কাজ করেন? কিনবা খবর সংগ্রহ করতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হয়।এই সংগঠন তৈরি হওয়ায় তাদের কাজ করতে অনেক বেশি সুবিধে হবে বলেও জানান তারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊