ব্যয় সঙ্কোচনের পথে ভারতীয় রেল-এবার বন্ধ করলো বাংলো পিওনের নিয়োগ 




করোনা পুরো বিশ্বকেই মুহুর্তে বদলে দিয়েছে। পাল্টে গিয়েছে চিরাচরিত জীবনাযাত্রা। লকডাউনে দিশেহারা সমগ্র বিশ্বের অর্থনীতিই। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। বড়ধরনের আঘাত এসেছে দেশের আর্থনীতিতে। আর তাই রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ব্যয় সঙ্কোচনের পথে সকলকে আসতে বলেছেন। এবার সেই পথেই ভারতীয় রেল। 

ব্রিটিশ রাজত্বে চালু হওয়া ডাক মেসেঞ্জার পরিষেবায় ইতি টানার প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছে। এবার কলোনিয়াল এরা পুরোপুরি অতীতে পাঠাতে বদ্ধপরিকর ভারতীয় রেল। তাই বাংলো পিওনের পদে নতুন নিয়োগ আর হবে না শুক্রবার এমনটাই জানানো হল। 

সাধারণত রেলের উচ্চপদস্থ আধিকারিকের আবাসনেই থাকতো বাংলো পিওন। বৃহস্পতিবার রেল এই সিদ্ধান্তই নিল যে TADK বা বাংলো পিওনের পদটির আর প্রয়োজন নেই। এই TADK পদে যিনি নিয়োগ হতেন তিনি সাধারণত ভারতীয় রেলের অস্থায়ী কর্মী। চতুর্থ শ্রেণির পদের অধীনেই তাঁকে নিয়োগ করত ভারতীয় রেল। ১২০ দিন কাজ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হত। এরপর টানা তিন বছর কাজ করা হয়ে গেলে স্ক্রিনিং টেস্টের পরে পদের স্থায়ীকরণ নিয়ে ভাবনা চিন্তা চলত।

সংবাদ সংস্থা এএনআই-এর তথ্যানুযায়ী ১ জুলাই ২০২০ পর্যন্ত এই পদের জন্য যেসব আবেদন এসেছে সেগুলি রেল বোর্ডের তরফে রিভিউ করা হতে পারে।