করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্তের কথা নিজেই জানালেন তিনি। রবিবার টুইট করে তিনি জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ভালো আছেন, তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পাশাপাশি, যারা সংস্পর্শে এসেছে তাঁদেরকেও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
I have tested positive for coronavirus. Whilst I am fine, I am being hospitalised as a precaution on the recommendation of doctors. I request those who have come in contact with me recently to be observant and exercise self quarantine.
— B.S. Yediyurappa (@BSYBJP) August 2, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊