Latest News

6/recent/ticker-posts

Ad Code

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার প্রথম দশ জন, জেনে নিন এক নজরে



করোনা আবহের মাঝেই আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। বোর্ডের তরফে এবার দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

প্রথম - সৌরদ্বীপ দাস (দেওঘর)

দ্বিতীয়- শুভম ঘোষ (দূর্গাপুর)

তৃতীয়- শ্রীমন্তি দে (রুবি পার্ক)

চতুর্থ- উতসব বসু ( কলকাতা )

পঞ্চম- পুর্নেন্দু সেন (দূর্গাপুর)

ষষ্ঠ- অঙ্কুর ভৌমিক (কলকাতা)

সপ্তম-সোহম সমাদ্দার (সল্টলেক)

অষ্টম- অরিত্র দত্ত (বেহালা)

নবম- গৈরিক মাসকারা 

দশম - অর্ক দত্ত


এবারের জয়েন্ট এন্ট্রান্সের সামগ্রিক ফলাফল জানার পাশাপাশি Rank কার্ডও ডাউনলোড করতে পারবেন বলে আগেই জানিয়েছিল বোর্ড। এবার অনলাইনে ফল প্রকাশের পর অনলাইনেই কাউন্সেলিং হবে।

যে যে ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানা যাবে, তা হল, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in।


কাউন্সিলিং সম্পর্কিত বিশেষ জিজ্ঞাসা থাকলে টোল ফ্রি নম্বরে ১৮০০-১০২৩-৭৮১, ১৮০০-৩৪৫০-০৫০ ফোন করে জানতে পারে।


পশ্চিম বঙ্গে পাশের হার ৭১ শতাংশ, বাইরের রাজ্যে পাশের হার ২৯ শতাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code