জয়েন্ট (JEE) ও নিট (NEET) পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নির্দেশিকা এনটিএ(NTA) -এর

সংবাদ একলব্য ঃ 

আগামী সপ্তাহেই জয়েন্ট (JEE) ও নিট (NEET) ২০২০-র প্রবেশিকা পরীক্ষা। গত কয়েকদিন আগেই জয়েন্ট(JEE) ও নিট(NEET) এর পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতির জেরে জয়েন্ট(JEE) ও নিট(NEET) পরীক্ষা স্থগিত রাখার আবেদনের শুনানিতে করোনার কারণে জীবন থেমে থাকে না বলে জানিয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপারে মত দেয় সুপ্রিম কোর্ট। সেই মতোই চলছে পরীক্ষার প্রস্তুতি। 



এদিকে, জানা গেছে, পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- কে। যদিও মুখ্যমন্ত্রীর এই চিঠির ফলে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত বদলাবে কিনা তা নিয়ে কোনও কিছু জানা যায়নি। তবে পরীক্ষা নেওয়ার জোর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলি করোনা আবহে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে নিন্দা করেছে। 



এনটিএ -এর তরফে পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুসারে সমস্ত বিধি নিষেধ মেনে পরীক্ষার্থীদের উপস্থিত হতে হবে। 


নির্দেশিকা- 
  • পরীক্ষার্থীদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক।
  • পরীক্ষার কেন্দ্রে ব্যক্তিগত বোতলে জল এবং স্যানিটাইজার নিতে হবে। 
  • প্রবেশ পথে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। 
  • পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে।
  • পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বাড়ি থেকে পরে আসা মাস্কটি খুলে পরীক্ষাকেন্দ্রে দেওয়া মাস্ক পরতে হবে।
  • ৯৯.৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রার পরীক্ষার্থীদের আলাদা ঘরে বসানো হবে। 
  • অ্যাডমিট কার্ড এবং এসএমএসের মাধ্যমে প্রবেশের সময় জানানো হবে। 
  • করোনা উপসর্গ থাকলে পরীক্ষার্থীদের নিজে থেকে জানাতে বলা হয়েছে। 
  • পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় হাত সাবান দিয়ে ধুতে হবে।