JEE Main এবং NEET পরীক্ষা নিয়ে কি জানালো সুপ্রিম কোর্ট, জেনে নিন 

সংবাদ একলব্যঃ 

জাতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা - JEE Main এবং NEET পরীক্ষার স্থগিত করার আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট। JEE Main সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে এবং NEET ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর JEE Advanced পরীক্ষা হবে।


করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনের কারণে দুবার এই পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। তবে শিক্ষার্থীদের একাংশ পরীক্ষা আরও পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল।এই আবেদনটির শুনানি পিছয়ে দেওয়ার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 'শিক্ষার্থীদের কেরিয়ারকে বেশি দিন ঝুঁকির মধ্যে রাখা যায় না।' সুতরাং নির্ধারিত সময়সূচি অনুসারে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পর্যাপ্ত সতর্কতার সঙ্গে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত।


পরীক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষার উল্লেখ করে তা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ১১টি রাজ্যের প্রতিনিধি হিসেবে ১১জন ছাত্রছাত্রী পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। পিটিশনে বলা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্র বাড়ানোর আবেদনও করেছিলেন পিটিশনাররা।