অনুমতি ছাড়া রাজ্যে পূর্ন লকডাউন করা যাবে না, জানিয়ে দিল কেন্দ্র
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক ৪ এর গাইডলাইন প্রকাশ করেছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪, সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই গাইডলাইন মেনে চলার নির্দেশ কেন্দ্রের। জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হবে। তবে ক্রমে ক্রমে ট্রেন চালু করা হবে।আপাতত বন্ধ থাকিবে সুইমিংপুল স্কুল সিনেমা হল। ১ সেপ্টেম্বর থেকে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়-সহ বিভিন্ন কারণে ২১ সেপ্টেম্বর এর পর থেকে ১০০ জনের জমায়েত করা যাবে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে দেশকে ফেরাতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। শপিং মল থেকে ধর্মীয় স্থান- ইতিমধ্যেই ছাড় পেয়েছে এই ক্ষেত্রগুলি। কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের তাদের উপর নজর রাখতে হবে।
কেন্দ্র জানিয়ে দিয়েছে, রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল কনটেনমেন্ট জোনের (Containment Zone) বাইরে স্থানীয় লকডাউনের কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। কোনও রাজ্যের কোনও জেলা কিংবা শহর অথবা গ্রামও নিজেদের মতো করে সংক্রমক এলাকার বাইরে লকডাউন জারি করতে পারবে না। তার জন্য আগেভাগে কেন্দ্রকে জানাতে হবে। কেন্দ্র সরকার অনুমতি দিলে তবেই লকডাউন ঘোষণা করা যাবে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে। তার মধ্যে ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর থাকবে পূর্ণ লকডাউন। কিন্তু এরই মধ্যে কেন্দ্রের ঘোষণায় তৈরি হল ধন্দ। রাজ্য সরকারের তরফে এ নিয়ে বিবৃতি দিলে তবেই বিষয়টি পরিষ্কার হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊