Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহিলাদের IPL , বিশেষ ভাবনা BCCI এর





পুরুষদের আইপিএল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর বা ১০ নভেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে এবারের আইপিএলের আসর। একই সময়ে মহিলাদের আইপিএল (Women’s IPL) করার কথা ভাবছে BCCI।এমনটাই জানালেন বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (BCCI President Sourav Ganguly)। 


রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে সৌরভ গাঙ্গুলি পিটিআইকে বলেন, " মহিলাদের আইপিএল নিয়ে কথা চলছে এবং জাতীয় দলের জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে।" 


সৌরভ অবশ্য মহিলাদের আইপিএল নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে মহিলাদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ গত বারের মতো পুরুষদের আইপিএলের শেষ ধাপে হবে বলে বোর্ডের এক সূত্র জানিয়েছে। 


জানাগেছে নভেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যেই সম্ভবত মহিলাদের চ্যালেঞ্জার সিরিজ হবে। তার আগে মহিলা ক্রিকেটারদের নিয়ে হবে অনুশীলন শিবির। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code