ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড-এ নাম লেখাল আলিপুরদুয়ারের সিদ্ধান্ত পাটুয়া


একটি এ ফোর (A4) পেজে ১৫০ টি পোট্রেট এঁকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড-এ নাম লেখাল আলিপুরদুয়ারের সিদ্ধান্ত পাটুয়া।

নেতাজি রোড,কুন্ডু পাড়ার দ্বাদশ শ্রেণীর সিদ্ধান্তের সাফল্যে খুশির হওয়া আলিপুরদুয়ার জুড়ে।রাজনৈতিক ব্যক্তিত্ব,সাহিত্যিক,খেলোয়াড় সহ ১৪টি বিভাগের মানুষের সফল মানুষের ছবি আঁকে সে। এই অভুতপূর্ব চিন্তনে ভারতের বিভিন্ন ক্ষেত্রের সফল মানুষের ছবি অঙ্কন করে আন্তর্জাতিক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে সিদ্ধান্ত।এবার তাঁর লক্ষ্য গিনিস বুক অফ রেকর্ড বলে জানায় সে।

দেখুন ভিডিও-