Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগরে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার, আহত আরো এক যুবক।মৃত ওই বালিকার নাম তাহেরা খাতুন (১৫) আহত যুবককের নাম আনোয়ার মল্লিক এরা দুজনেই খড়গ্রাম থানার সুরখালি গ্রামের বাসিন্দা ।


আহত আনোয়ার মল্লিক জানান সুরখালি গ্রাম থেকে মোটর বাইক নিয়ে বেলডাঙা যাচ্ছিলাম। যাওয়ার পথে নগরের কাছে একটি ট্রাক বেপরোয়া ভাবে এসে আমাদের ধাক্কা মারে। আমরা মোটরবাইক থেকে পরে যায়। ঘটনাস্থলেই আমার ভাগ্নি তাহেরা মারা যায়। স্থানীয়রা আমাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। 

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে কান্দী মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code