ইষ্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন সচীব পল্টু দাসের ৮১ তম জন্মদিন পালন 



ইষ্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন সচীব দীপঙ্কর দাস যিনি পল্টু দাস নামেই পরিচিত।তার আজ 81তম জন্ম দিন ‌। এই দিনটিকে ইষ্ট বেঙ্গল ক্লাবের সদস্যরা ক্রিড়া দিবস হিসেবে প্রতি বছর পালন করে আসছেন।


কিন্তু এবছর করোনার জন্য একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করলেন।  

আজ ভারত সেবাশ্রম সংঘের আবাসিকে থাকা শিশুদের দুপুরের আহার করানো হয়। পাশাপাশিএকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে জার্সি, স‍্যানেটাইজার ,মাস্ক বিতরণ করেন ইষ্ট বেঙ্গল ক্লাবের সদস্যরা।

এই কর্মসূচী পালন করেন ইষ্ট বেঙ্গল ক্লাব কলকাতা এর উত্তর বঙের লিয়াজো ম‍্যানেজার সৌমিক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট ইষ্ট বেঙ্গল স্কুলের সদস্য জয়দীপ দাস,হীরক আচার্য,প্রাক্তন শিক্ষাবীদ তথা কলকাতা ইষ্ট বেঙ্গল ক্লাবের সদস্য মিনির কুমার সরকার প্রমুখ।