ট্রাফিক পুলিশের মনোবল বাড়াতে স্কুল পড়ুয়ার অভিনব উদ্যোগ

ট্রাফিক পুলিশের মনোবল বাড়াতে স্কুল পড়ুয়ার অভিনব উদ্যোগ

সঞ্জিত কুঁড়ি, বর্ধমানঃ 


ট্রাফিক পুলিশের মনোবল বাড়াতে স্কুল পড়ুয়ার অভিনব উদ্যোগ দেখা গেলো কার্জনগেট চত্বরে। নিজ হাতে গ্রিটিং কার্ড বানিয়ে তিনি তুলে দেন ট্রাফিক এ এস আই উজ্জ্বল ঘোষের হাতে।

স্কুলের পক্ষ থেকে এই সব স্কুলের বাচ্চা রয়েছেন তাদের হাতের কাজ দেয়া হচ্ছে স্কুল থেকে,তার মধ্যে এরকম কিছু বার্তা থাকছে যে সমস্ত বাচ্চারা নিজের বাড়িতে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছে ,যার যা ভালো লাগে সেটা প্রজেক্ট এর মাধ্যমে অনলাইনে পরীক্ষা দেয়া, কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত স্কুল ছাত্ররা পুলিশের ছবি আঁকছেন,কারণ তারাও বুঝতে পারছেন পুলিশ যেভাবে নিজের জীবনকে ঝুকি নিয়ে এই করোনাভাইরাস মহামারী সময় মানুষকে পরিসেবা দিচ্ছেন তাই তাদেরই ছবি তারা একে পেশ করছেন স্কুলের শিক্ষকদের এবং স্কুল থেকে বলা হয়েছে সেই ছবি পুলিশদের হাতে যাতে তুলে দেয়া হয় তাই এই মৃদুল পাল ছাত্রটি পুলিশ কাকুর হাতে তুলে দিলো এই গ্রিটিংস কার্ড। 

দেখুন সেই ভিডিও-


Post a Comment

thanks