
দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি India March for science-এর
মৃগাঙ্ক
সরকার, দিনহাটাঃ বিগত কয়েক বছর ধরেই সারা বিশ্বের সাথে সাথে ভারতেও
বৈজ্ঞানিক শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মান বৃদ্ধি বৈজ্ঞানিক চিন্তার প্রসার
ইত্যাদি দাবিতে "ইন্ডিয়া মার্চ ফর সাইন্স" আয়োজিত হয়। কিন্তু এ বছর মহামারি করোনার জন্য লকডাউন
থাকার কারণে সেটা সম্ভব হয়নি। তাই ইন্ডিয়া মার্চ ফর সাইন্সের আয়োজক ব্রেকথ্রু
সাইন্স সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপদসঙ্কুল পরিস্থিতিতে কোনো তন্ত্রমন্ত্র, কোনো অন্ধবিশ্বাসই যে কাজে আসে না সেটা আরো
একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল করোনা ভাইরাস। আর সেই সচেতনতা বাড়াতেই INDIA MARCH FOR SCIENCE(IMFS) এর তরফ থেকে আজ একটি অনলাইন
ক্যাম্পেনিং করা হয়। সারা দেশের প্রায় ৭০ টি শহরের ছাত্র, শিক্ষক, বিজ্ঞানী
ও গবেষকরা আজকের দিনের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। তারা বেশ কিছু দাবি তুলে ধরে
আজ:
- ১. সংবিধানের ৫১ অনুচ্ছেদের অনুযায়ী বিজ্ঞান মানসিকতা ছড়িয়ে দিতে
অবৈঙ্গানিক মানসিকতা ছড়ানো বন্ধ করতে হবে।
- ২. কেন্দ্রের বাজেটের ১০%, এবং
রাজ্যের বাজেটের ৩০% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করুন
- ৩.বিজ্ঞান ও প্রযু্ক্তিতে জিডিপি
এর ৩% ব্যায় করতে হবে।
- ৪. শিক্ষাব্যাবস্থায় বৈজ্ঞানিক শিক্ষার ভিত্তিকে নিশ্চিত করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊