এই সংকটে মন্দির নয় করোনার ভ্যাকসিন চাই : দেব 

৫ই অগাস্ট ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংকটের মাঝেও এলাহিভাবে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে অয্যোধ্যায়। তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দীপক অধিকারী অরফে দেব। তাঁর কথায়, এই সংকটে মন্দির নয় করোনার ভ্যাকসিন চাই। 


ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রশ্ন, “এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।”