দলের সাংগঠনিক বৈঠকে বিজেপির সদস্যপদ গ্রহণ শতাধিক মানুষের
SANGBAD EKALAVYA:
বর্তমানে করোনা সংকটময় পরিস্থিতিতে, রাজ্য সরকারের দুর্নীতির ফল স্বরূপ, ভারতীয় জনতা পার্টির আহ্বানে তৃণমূল ও দুর্নীতিকে ছুঁড়ে ফেলে শয়ে শয়ে মহৎ ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ও সিপিআইএম (CPIM) এর চুরি, হত্যা, ধর্ষণকে প্রশ্রয় না দিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্যে রূপান্তরিত হচ্ছে।
আজ ১০ আগস্ট, ২০২০ তারিখ সোমবার গড়বেতা মধ্য মণ্ডলের ধাদিকাই মণ্ডল অফিসে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠকের সাথে সাথে শতাধিক মহোদয় ভারতীয় জনতা পরিবারে সামিল হলেন। গোটা রাজ্যে শাসক দল তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি, মাফিয়ারাজ, তোলাবাজ, বালিখাদান দুর্নীতি, স্বজনপোষন সহ সামগ্রিক ব্যর্থতার প্রতিবাদে গড়বেতার মালবাঁদিতে এক প্রতিবাদ সভা হয়। আজকের সভায় বক্তব্য রাখেন:
১. তুষার কান্তি ঘোষ(রাজ্য কমিটির সম্পাদক ও পশ্চিম মেদিনীপুর জেলা পর্যবেক্ষক)
২. লাক্সমীকান্ত সাও (রাজ্য কমিটির সদস্য ও জেলা সহ পর্যবেক্ষক)
৩. শমিত কুমার দাস (জেলা সভাপতি)
৪. মদন রুইদাস (জেলা সহসভাপতি ও গড়বেতা বিধানসভা পর্যবেক্ষক)
৫. দুলালী সেন(জেলা সম্পাদীকা ও মধ্য মন্ডল পর্যবেক্ষক)
৬. তন্ময় দগড়ি(মধ্য মন্ডল সভাপতি)
৭. জেলা ও মণ্ডলের কার্যকর্তাবৃন্দ।
ধাদিকা এবং মালবাঁদি দুটি কর্মসূচিতেই হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊