"সামাজিক দূরত্ব-বিধি বজায় রেখে ৭৯তম আগষ্ট বিপ্লব দিবস ও বিপ্লবী-স্বাধীনতা সংগ্রামী "মহারাজ" ত্রৈলোক্যনাথ চক্রবর্ত্তী'র ৫০তম আকস্মিক-প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে ও যথাযোগ্যতম মর্যাদায় উদযাপন"
শুভজিৎ দত্তগুপ্তঃ
গত রবিবার ৯ই আগষ্ট ছিল ঐতিহাসিক আগষ্ট বিপ্লব দিবস-এর ৭৯তম দিবস ও ৭৮তম বর্ষপূর্তি । স্বাধীনতা সংগ্রামী ইউসুফ মেহের আলী ১৯৪২-এ ডাক দিয়েছিলেন "অংরেজ ভারত ছোড়ো" বা, "ইংরেজ ভারত ছাড়ো" ! মহাত্মা গান্ধীজী সারা ভারত জুড়ে সেই ডাক'কে ছড়িয়ে দিয়েছিলেন আম-জনতা'র মধ্যে । সেই আন্দোলনের সূত্রপাত '৪২ সনের ৯ই আগষ্ট । বিগত ১০ বছরের ন্যায় এবছরেও সার্ধসমারোহে ও যথাযোগ্য মর্যাদায় দিনটিকে স্মরণ ও উদযাপন করলো নেতাজী সুভাষ মিশন (ভারত)।
শুধুমাত্র তাই নয়, ৯ই আগষ্ট ছিল আকস্মিকভাবে প্রয়াত বিপ্লবী-স্বাধীনতা সংগ্রামী "মহারাজ" ত্রৈলোক্যনাথ চক্রবর্ত্তী'র ৫০তম প্রয়াণ-দিবস । ঢাকা ষড়যন্ত্র মামলা (১৯০৯) থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন বার ও TENURE-র জন্য গোটা জীবনের প্রায় অর্ধেক জেলেই কাটিয়েছিলেন তিনি । "মহারাজ"-এর আকস্মিক-প্রয়াণের সুবর্ণ-জয়ন্তী দিবস'ও শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলো নেতাজী সুভাষ মিশন (ভারত)। ধর্মতলা-ময়দান অঞ্চলে শহীদ-মিনার প্রাঙ্গণে অবস্থিত ও আগষ্ট-বিপ্লবে আন্দোলনকালে আত্মোৎসর্গকারী বিপ্লবী মা মাতঙ্গিনী হাজরা'র পূর্ণাবয়ব মূর্তি'র পদতলে বেদীতে দুপুর ১২টা'য় পুষ্পস্তবক-অর্পণ, পুষ্পমাল্য-অর্পণ ও পুষ্পাঞ্জলী প্রদান করে শ্রদ্ধাঞ্জলী কর্মসূচী'র সূচনা করেন আজন্ম-নেতাজী অনুরাগী ও নেতাজী সুভাষ মিশন ভারত-এর প্রতিষ্ঠাতা-সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্ত্তী। তারপরে মাল্যার্পণ করেন শহীদ বসন্ত বিশ্বাস-এর প্রভ্রাতুষ্পুত্র ও শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতি'র প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস । সবশেষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন আত্মোৎসর্গকারী বিপ্লবী তারাদাস ভট্টাচার্য্যের মেজো ভাইঝি'র জ্যেষ্ঠ পৌত্র ও দীর্ঘ ১৫ বছর আন্দামানে সেলুলার-জেলবন্দী বিপ্লবী অনন্ত নারায়ণ ভট্টাচার্য্যের মেজো ভাগ্নীর জ্যেষ্ঠ পৌত্র তথা নেতাজী সুভাষ মিশন (ভারত)-এর প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্ত্তী ।
বর্তমান করোনা মহামারী'র কারণে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশিত-নির্ধারিত ও অবশ্য-পালনীয় গুরুত্বপূর্ণ যাবতীয় বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচী পালন করা হয়। ঐদিন বিকেলে রাণী রাসমণি'র কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর অন্যতম উত্তরসূরী প্রবীণ সমাজকর্মী তথা, নেতাজী সুভাষ মিশন (ভারত)-এর কার্য্যকরী-সভাপতি গৌতম মণ্ডলের রসা রোডের বাড়ীতে ("কমলা-কুটীর" - দক্ষিণ কলকাতার টালীগঞ্জ-রবীন্দ্র সরোবর অঞ্চলে) যাবতীয় সামাজিক দূরত্ব বজায় রেখেই সংগঠণের জনা দশেক সদস্য-সদস্যা'রা একসাথে স্মরণ করলেন ঐতিহাসিক ৯ই আগষ্ট দিনটিকে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊