আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড পেয়ে যান নিমেষেই, জেনে নিন কীভাবে




আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড পেয়ে যান নিমেষেই, জেনে নিন কীভাবে 

আধার কার্ড এখন কতটা উল্লেখযোগ্য নথি তা আমরা সকলেই জানি। সিম কেনা থেকে পরিচয় সবটাতেই এখন আধার কার্ডের মূল্য অপরিসীম। স্বাভাবিকভাবেই মূল্যবান একটা জিনিস যা হারিয়ে গেলে আমাদের নানান সমস্যায় পড়তে হবেই তা বলাইবাহুল্য। তবে, হারিয়ে গেলে চিন্তার কিছু নেই নিমেষেই আপনি আপনার স্মার্ট ফোন থেকে আপনার আধার কার্ড পেয়ে যেতে পারেন। 

কি কি করতে হবে? জেনে নিন- 

  • প্রথমে আপনাকে অবশ্যই আধারের ওয়েবসাইট uidai.gov.in -এ 
  • এরপর MY AADHAR -এ যান 
  • এখানে অনেক অপশন দেখাবে আপনাকে ‘Retrieve Lost UID/EID’ -এ ক্লিক করতে হবে। 
  • এরপর, যে পেজটি আসবে সেখানে আধার নম্বর, নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ক্যাপচা কোড দিতে হবে। 
  • এরপর, SENT OTP -তে ক্লিক করতে হবে। 
  • রীতিমতো আপনার মোবাইল বা ইমেইলে একটি ওটিপি আসবে তা দিয়ে দিন।  
  • তারপরেই পেয়ে যাবেন আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর