গতরাত থেকে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিতে মুম্বাইয়ে। লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে, বন্ধ শহরের সব অফিস। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে। আজ ও কাল প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা। দেশের রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। থানে, পুণে, রায়গড় ও রত্নগিরি-এ জারি হয়েছে সতর্কতা। 


বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, আবহাওয়া দফতর অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে, তাই জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকবে।বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বাস পরিষেবারও একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোরেগাঁও, কিং সার্কল, হিন্দমাতা, দাদার, শিবাজি চক, শেল কলোনি, কুর্লা এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোড জলের তলায়। সাবার্বান কান্দিভালি এলাকায় রাতের বৃষ্টিতে ধস নেমেছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। ফলে পশ্চিমী মফঃস্বল থেকে দক্ষিণ মুম্বইতে গাড়িঘোড়া চলছে না।


মুম্বই শহরে কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৩০.০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।