জয়েন্ট (JEE) ও নিট(NEET) -এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে, জেনে নিন 


করোনা আবহের মাঝেই জয়েন্ট (JEE) ও নিট(NEET) -এর পরীক্ষা নিচ্ছে এনটিএ। জেইই(মেন) পরীক্ষা ২০২০ হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর হওয়ার কথা সর্বভারতীয় মেডিক্যাল (নিট ২০২০) হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। ইতিমধ্যে করোনার জেরে পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকায় জারি করেছে এনটিএ। 





https://www.nta.ac.in/ অথবা ntaneet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। 


ওয়েবসাইটে প্রবেশের পর আবেদন নম্বর, জন্মতারিখ ও সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করলে অ্যাডমিট কার্ড ২০২০ আসবে সেখানে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে।