ঐতিহাসিক মুহূর্ত! অযোধ্যায় জন্মভূমিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
অযোধ্যাঃ
আজকের ঐতিহাসিক মুহূর্তের উদযাপনে মাটির প্রদীপে সেজেছে মন্দির শহর অযোধ্যা। রাজনৈতিক দল বিজেপি একটা সময় অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। আজ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজোয় যোগ দিতে বেলা ৯.৩৫ মিনিট নাগাদ দিল্লি থেকে লখনউতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর হেলিকপ্টারে অয্যোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী। দীর্ঘ ২৮ বছরে প্রথমবার অয্যোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবত।হনুমানগঢ়ী মন্দিরে পুজো দেন তিনি।ভূমিপুজোয় যোগ দেওয়ার আগে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪০কিলো ওজনের রুপোর ইট দিয়েই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদি। এই মুহূর্তটি হল প্রতীকীর মতো, যার জন্য টানা কয়েক দশক ধরে লড়ছে তাঁর দল বিজেপি। এক সময়ে যেখানে বাবরি মসজিদ ছিল এখন সেখানে রাম মন্দির তৈরি হবে, যার জন্য সময় লেগে গেল ৪ দশক। স্বাধীন ভারতের এক গৌরবময় ও স্মরণীয় মুহূর্ত মনে করছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। যা ভগবান রামের মতাদর্শকেই তুলে ধরে।
করোনা পরিস্থিতিতে সবরকম সতর্কতা অবলম্বন করে আয়োজন করা হয়েছে ভূমিপুজোর। গোটা অযোধ্যা শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
প্রধানমন্ত্রী ছাড়াও ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।
সোমবার মন্দিরের নকশার প্রকাশিত চিত্রগুলিতে একাধিক চূড়া, স্তম্ভ এবং গম্বুজ সহ একটি বিশাল তিন তলা প্রস্তর কাঠামো দেখা গিয়েছে। মন্দিরটি ১৬১ ফুট লম্বা হবে।
দেখুন ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊