ভয়াবহ জোড়া বিস্ফোরণে মৃত ৭৩, আহত অগুন্তি 

লেবাননঃ 

লেবাননের রাজধানী বেইরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণে বেড়েই চলেছে মৃত ও আহতের সংখ্যা। ক্ষয়ক্ষতি হয়েছে বহু ঘরবাড়ির। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে কী কারণে এই বিস্ফোরণ এবং কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানা গেছে।


অনেকেই মনে করছেন ২০০৫ সালে খুন হওয়া লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় বিচারের রায় ঘোষণার সাথে এই ঘটনার সম্পর্ক রয়েছে। যদিও লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী এমন কোনও সম্ভাবনার কথা জানাননি। 


লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। আহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। 


এদিকে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার জাতীয় শোক দিবসের ঘোষণা করেছেন। 


দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দাবি, অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই এই বিস্ফোরণ হয়েছে। এদিকে বিস্ফোরণের প্রকৃত উৎস কী তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় বিকেল পাঁচটা আর ভারতীয় সময় রাত নটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানাচ্ছেন, ১৫০ মাইল দূরে সাইপ্রাস দ্বীপ থেকেও শোনা গিয়েছে ওই বিস্ফোরণের শব্দ।স্থানীয় এক বাসিন্দা বর্ণনা করতে গিয়ে বলেন, ঠিক যেন ভূমিকম্পের মত। ২০০৫ সালে রফিক হারিরিকে হত্যা করার সময় যে বিস্ফোরণ হয়েছিল, এটা তার থেকেও ভয়ঙ্কর।


বিস্ফোরণের জেরে গোটা শহর জুড়ে আতঙ্কের ছায়া নেমে পড়েছে। অনেক বাড়িতেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে কাঁচের জানালা। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজ থেকে বোঝা যাচ্ছে ঠিক কতটা ভয়ঙ্কর আকার নিয়েছে সেই বিস্ফোরণ। প্রবল শব্দে বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যাচ্ছে আকাশ।


এএফপি-র সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সব দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বহু মানুষ। বহু মানুষকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বেশির ভাগই রক্তাক্ত অবস্থায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। জানা গেছে দমকল ও অ্যাম্বুলেন্স কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে জোর কদমে।