Save India, Save the Constitution Program on the Occasion of the Anniversary of the Quit India Movement
ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস উপলক্ষ্যে  ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও কর্মসূচী



9ই আগস্ট (রবিবার)'ভারত ছাড়ো'আন্দোলনের বর্ষপূর্তি দিবস উপলক্ষে "ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও" কর্মসূচীতে সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে শহীদ দিবস পালন করা হয় জাতীয় কংগ্রেস জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে।

আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে উপস্থিত হয়ে বিভিন্ন আলোচনা র মধ্যে দিয়ে শহীদ দিবসের দিনটি উদ্‌যাপন করা হয়। এরপর গান্ধী মূর্তির পাদদেশে মাল‍্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার । ফুল নিবেদন করেন পিনাকী সেনগুপ্ত,অম্লান মুনসি,অমিত ভট্টাচার্য, সহ অন্যান্যরা।