আজ বিশ্ব বিড়াল দিবস - Happy Meow Meow Day
রবীন্দ্রনাথ তাঁর উৎসব প্রবন্ধে বলেছিলেন- "সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি উৎসবের বিশেষ দিনে সেই অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন—এইজন্য উৎসবের মধ্যে মিলন চাই। একলার উৎসব হইলে চলে না। বস্তুত বিশ্বের সকল জিনিসকেই আমরা যখন বিচ্ছিন্ন করিয়া দেখি, তখনই এই সত্যকে আমরা দেখিতে পাই না-তখনই প্রত্যেক খণ্ডপদার্থ প্রত্যেক খণ্ডঘটনা আমাদের মনোযোগকে স্বতন্ত্ররূপে আঘাত করিতে থাকে। ইহাতে পদে পদে আমাদের চেষ্টা বাড়িয়া উঠে, কষ্ট বাড়িয়া যায়, তাহাতে আমাদের আনন্দ থাকে না। এইজন্য আমাদের প্রতিদিনের স্বার্থের মধ্যে স্বাতন্ত্র্যের মধ্যে পূর্ণতা নাই, পরিতৃপ্তি নাই, তাহার সম্পূর্ণ তাৎপর্য পাই না, তাহার রাগিণী হারাইয়া ফেলি—তাহার চরমসত্য আমাদের অগোচরে থাকে। কিন্তু যে মাহেন্দ্রক্ষণে আমরা খণ্ডকে মিলিত করিয়া দেখি, সেই ক্ষণেই সেই মিলনেই আমরা সত্যকে উপলব্ধি করি এবং এই অনুভূতিতেই আমাদের আনন্দ।"
আসলে মানুষ হাজার ব্যস্ততার মধ্যেও অবকাশ খুঁজে বেড়ায়- সামান্য সুযোগ পেলেই মেতে উঠে উৎসবে। আর উৎসবের জন্য জুটে যায় নানান উপলক্ষ্যও। যেমন আজ। আজ ৮ অগাস্ট সমস্ত বিশ্বজুড়ে বিড়াল প্রেমিদের কাছে এক বিশেষ উৎসবের আমেজ। কারন আজ বিশ্ব বিড়াল দিবস (Meow Meow Day)।
২০০২ সালে পশুর কল্যাণের জন্য আন্তর্জাতিক তহবিল এই দিনটি চালু করে। আন্তর্জাতিক বিড়াল দিবসটি কিছু দেশে বিশ্ব বিড়াল দিবস হিসাবেও পরিচিত এবং এটি শুরু হওয়ার পর থেকে এটির উদযাপন বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে বেশীরভাগ দেশ এই দিনটি পালন করে ৮ই আগস্ট, তবে রাশিয়া ১ মার্চকে জাতীয় বিড়াল দিবস হিসেবে উদযাপন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিড়াল দিবস এবং তাদের নিজস্ব জাতীয় বিড়াল দিবস উভয় ২৯ অক্টোবর উদযাপন করে।
4 মন্তব্যসমূহ
Happy 🐱 day
উত্তরমুছুনবিশ্ব বিড়াল দিবসের শুভেচ্ছা
উত্তরমুছুনHappy cat 😸 day
উত্তরমুছুন🐱🐱🐱🐱🐱🐱 meow meow .. i love cats 🐱🐱
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊