Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার গাড়ি উড়বে আকাশে(Flying Car), সফল পরীক্ষামূলক উড়ান

এবার গাড়ি উড়বে আকাশে, সফল পরীক্ষামূলক উড়ান





প্রযুক্তি নিত্য নতুন চমক দিয়ে চলেছে। এবার আরও এক নতুন চমকের সাক্ষ্যি থাকলো সমগ্র বিশ্ব। জাপানের (Japan) স্কাইড্রাইভ কোম্পানি (SkyDrive Company)বানিয়ে ফেলল আকাশে ওড়ানোর জন্য ফ্লাইয়িং কার (Flying Car)। যা পরীক্ষামূলকভাবে সফল। 


জাপানের এই কোম্পানি একজন মানুষকে নিয়ে ফ্লাইয়িং কারের টেস্ট ড্রাইভ করে। মাটির থেকে কয়েক ফুট দূরত্বে প্রাথমিকভাবে ওড়ানো হয়।  কোম্পানির নিজস্ব একটি ভিডিওতে দেখা যায় টেস্ট ড্রাইভে গাড়িটিকে ৪ মিনিট শূন্যে রাখা হয়। তাতে সফল টেস্ট ড্রাইভ। 

কোম্পানির সিইও জানিয়েছেন, এই গাড়িটি ৩ বছর পর লঞ্চ করা সম্ভব হবে। স্কাইড্রাইভ-র প্রধান তোমোহিরো ফুকুযাওয়া জানিয়েছেন,"সারা বিশ্বজুড়ে প্রায় শ'খানেক ফ্লাইয়িং কারের প্রজেক্টে কাজ চলছে। কিন্তু আরোহীকে নিয়ে গাড়ি চালানোর পরীক্ষায় আমরাই সফল। আমি জানি সকলেই এই গাড়ি চড়ার ইচ্ছে রাখছেন। আশা করি শীঘ্রই তা হবে।"

নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্নের সমাধান করতে হবে, ওড়ার সময় বাড়িয়ে আধ ঘন্টা করতে হবে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মত কিছু ভাবতে হবে, নাহলে আকাশে উড়ন্ত গাড়ির নৈরাজ্য চলবে বলে বিশেষজ্ঞদের মত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code