বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে বিশেষ শিক্ষক নিয়োগের দাবীতে স্মারকলিপি



SER-20, সংবাদ একলব্যঃ শিক্ষার অধিকার আইন ২০০৯ এর একটি গুরুত্বপূর্ণ দিক হল সমন্বিত শিক্ষা ব্যবস্থা (Inclusive Education)। যদিও রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় অপ্রতুল হওয়ায় তাদের সাধারণ শিশুদের সাথে একই শ্রেণীতে শিক্ষাদান করা হচ্ছে। এই ব্যবস্থার সমালোচনা করে পশ্চিমবঙ্গের 'বিশেষ শিক্ষক সংগঠন' জানিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষিত করতে ও তাদের বিকাশ ঘটাতে পারে একমাত্র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই। যদিও দীর্ঘদিন যাবৎ কোনোরূপ বিশেষ শিক্ষক ও Special Educator নিয়োগ করা হয়নি। এইসব বিষয়কে তুলে ধরে পশ্চিমবঙ্গের 'বিশেষ শিক্ষক সংগঠন' এর তরফে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য নির্দেশককে বিভিন্ন দাবিসহ স্মারকলিপি জমা দেয়।



তাঁদের দাবিগুলো হলো:


১) অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ শিক্ষকদের অন্তর্ভূক্ত করার নীতি প্রণয়ন করতে হবে (RCI অনুমোদিত Special D. ED এবং B.ED)।


২) প্রাথমিক টেট ২০১৭ এর বিজ্ঞপ্তিতে বিশেষ শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা সহ আগামীদিনে উচ্চ প্রাথমিক ও আরো উচ্চ শ্রেণীগুলিতে বিশেষ শিক্ষক নিয়োগের নীতি সংযুক্ত করে বিজ্ঞপ্তি দিতে হবে।


৩) রাজ্যের Special School গুলির শূন্যপদে অবিলম্বে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে।


৪) বয়স বেড়ে যাওয়া রেজিস্ট্রেশন প্রাপ্ত বিশেষ প্রশিক্ষিতদের বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর করতে হবে। স্থায়ীভাবে প্রতিটি স্কুলে অন্তত দু'জন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে।


৫) নিয়োগের প্রক্রিয়ায় RCI এর নীতি প্রণয়ন করলেই আমাদের দাবি পূরণ হবে।