পাক অধিকৃত কাশ্মীর থেকে ডাক্তারি পাস করলে প্রাকটিস করা যাবে না ভারতে! 

চিন, বাংলাদেশ, নেপাল, রাশিয়া-সহ অন্যান্য দেশে ডাক্তারি পাস করে ভারতের বহু ছাত্র মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার পরীক্ষায় পাস করে ভারতেই ডাক্তারি প্র্যাকটিস করছেন তবে এবার সেই অধ্যায়ে যুক্ত হচ্ছে নতুন নির্দেশিকা। পাক অধিকৃত কাশ্মীর থেকে ডাক্তারি পাস করলে ভারতে প্র্যাকটিস করা যাবে না এমনই নির্দেশিকা জারি করেছে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া। মেডিসিনে পিওকে-র কোনও ডিগ্রিই ভারতে গ্রাহ্য হবে না।


মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে সেক্রেটারি জেনারেল আর কে ভাট ওই নির্দেশিকায় জানিয়েছেন, 'জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্দ অংশ। ভারতের একাংশ জোর করে দখল করে রেখেছে পাকিস্তান। তাই পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের কোনও মেডিক্যাল কলেজকে ভারতের মেডিক্যাল কাউন্সিলের ১৯৫৬ সালের আইন অনুযায়ী অনুমতি নিতে হবে।' পাশাপাশি, পাক অধিকৃত কাশ্মীরের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ডাক্তারি ডিগ্রি ভারতের নথিভুক্ত করা যাবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।