Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্লাডমেটস সংস্থার 'সপ্তাহান্তে ব্লাড ব্যাঙ্ক ভরো' কর্মসূচির শুভ সূচনা

ব্লাডমেটস সংস্থার 'সপ্তাহান্তে ব্লাড ব্যাঙ্ক ভরো' কর্মসূচির শুভ সূচনা 


মৃগাঙ্ক সরকার, কোচবিহারঃ 

করোনা অতিমারির মাঝে ব্লাড ব্যাঙ্ক কার্যত রক্তশূন্য। বেশীরভাগ মানুষ ব্লাডব্যঙ্কে গিয়ে রক্ত দিতে চাইছেন না ভয়ে, এমনকি ক্যাম্পের সংখ্যাও আগের তুলনায় কম। এমন অবস্থায় অভিনব উদ্যোগ গ্রহণ করল ব্লাডমেটস সংস্থা। 


তারা 'সপ্তাহান্তে ব্লাড ব্যাঙ্ক ভরো' কর্মসূচি শুরু করল এই রবিবার থেকে,  চলবে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে। সামাজিক দুরত্ব বজায় রেখে ও ফাকায় ফাকায় রক্তদান করবার জন্যই এই সিদ্ধান্ত বলে ব্লাডমেটসের পক্ষ থেকে বৃন্ত মজুমদার ও সৌরভ বণিক জানিয়েছেন। 



প্রতি শনি ও রবিবার সেপ্টেম্বর মাসে কোচবিহার গভঃর্মেন্ট মেডিকেল কলেজ ব্লাডব্যঙ্কে এই ক্যাম্প চলবে, সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে আমরা ১০জন করে ডোনার কে প্রত্যেক সপ্তাহান্তে ব্লাডমেটস থেকে আবেদন জানাচ্ছি ব্লাড ডোনেট করবার জন্য। 

সংস্থার সদস্য প্রীতম মোদক জানিয়েছেন, আজও ১০ জন সপ্তাহান্তে ব্লাডব্যাঙ্ক ভরো কর্মসূচিতে রক্ত দিয়েছেন, সংগৃহীত হয়েছে ১০ ইউনিট রক্ত।কাল আরো ৫ জন দেবেন। পরবর্ত্তী সপ্তাহে আবার শনি ও রবিবার ব্লাডমেটসের উদ্যোগে সরকারি ব্লাডব্যাঙ্কে এই কর্মসূচি চলবে, আমরা সবাইকে আহবান জানাই রক্তদান করবার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code