আশুতোষ কলেজের পর বারাসাত কলেজ, মেধা তালিকার শীর্ষে চার পর্ণস্টার
webdesk news:
কিছুদিন আগেই আশুতোষ কলেজের ভর্তির মেধা তালিকায় ইংরেজি বিভাগে প্রথম নামে ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন, যা রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর প্রাপ্ত নম্বরও ছিলো ১০০% । যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে কেউ মজা করার উদ্দেশ্যেই এই কাজটি করেছে। এটা নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ফের একই ঘটনা ঘটলো বারাসাত গভর্নমেন্ট কলেজে। কলেজের মেধা তালিকার শীর্ষে চার পর্ণস্টার বা নীল ছবির নায়ক-নায়িকাদের নাম সহ ভুয়ো তালিকার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে সোশাল মিডিয়ায় শুক্রবার ছড়িয়ে পড়ে বারাসাত গভর্নমেন্ট কলেজের মেধা তালিকার একটি ছবি। তাতে দেখা যাচ্ছে পর্ণ দুনিয়ার চার অভিনেতা-অভিনেত্রীর নাম ইংলিশ অনার্সের প্রাথমিক মেধা তালিকায় শীর্ষে রয়েছে। এরমধ্যে দুই জনপ্রিয় অভিনেত্রী মিয়া খলিফা ও সানি লিওনের নামও রয়েছে। এই তালিকার ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় বারাসতে।
পরিস্থিতি সামাল দিতে বারাসত কলেজ কর্তৃপক্ষ বলেন পরিকল্পিতভাবেই মেধা তালিকার ছবি এডিট করে সোশাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে কারো গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। এই বিষয়ে বারাসত থানায় সাইবার আইনে লিখিত অভিযোগ দায়ের করে বারাসত গভর্মেন্ট কলেজ কর্তৃপক্ষ। পুলিশের তরফে এর তদন্ত শুরু হয়েছে।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊