Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনাজপুর টুডে নিউজ চ্যানেলের তরফে রক্তদান শিবির


দিনাজপুর টুডে নিউজ চ্যানেলের তরফ রক্তদান শিবিরের আয়োজন করা হল


জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ 


দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার দেবীকোট ভবনে রবিবার স্থানীয় একটি নিউজ চ্যানেল দিনাজপুর টুডের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রসঙ্গত, করোনা আবহের মধ্যে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দূরীকরণে গঙ্গারামপুর শহরে দিনাজপুর টুডে নিউজ চ্যানেল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বলে জানা গেছে। এদিন গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০জন যুবক ও ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন। 


উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, দিনাজপুর টুডে চ্যানেলের কর্ণধার দেবরাজ কুন্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি শংকর দাস সহ আরো অন্যান্যরা। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে ব্লাড ব্যাঙ্কে এই রক্ত পাঠানোর জন্য ডাক্তার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


পাশাপাশি গঙ্গারামপুর শহরের স্থানীয় নিউজ চ্যানেল দিনাজপুর টুডে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আর সেই প্রশংসা পেয়ে আপ্লুত দিনাজপুর টুডে পরিবারের সকল সদস্যরা। তার সাথে আগামী দিনে আরও ভালোভাবে নতুন করে রক্ত সংকট দূরীকরণে দিনাজপুরের প্রত্যেকটি সদস্য রক্ত দান শিবির করবেন বলে জানা গেছে। 


রক্তদান জীবন দান এই কথা কে পাথেয় করে দিনাজপুর টুডে পরিবারের প্রত্যেক সদস্য রক্তদান শিবিরের আয়োজনে জেলার রক্ত সংকট দূরীকরণে এগিয়ে সকলকে রক্ত দেওয়ার জন্য আহ্বান জানান। এইদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়ভাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code