Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজনৈতিক লড়াইয়ে হারিয়ে যাওয়া জমি পুনরায় ফিরে পেতে একাধিক রাজনৈতিক কর্মসূচি বামপন্থী সংগঠনের

রাজনৈতিক লড়াইয়ে হারিয়ে যাওয়া জমি পুনরায় ফিরে পেতে একাধিক রাজনৈতিক কর্মসূচি বামপন্থী সংগঠনের


কাজল দে, সংবাদ একলব্যঃ রাজনৈতিক লড়াইয়ে হারিয়ে যাওয়া জমি পুনরায় ফিরে পেতে একাধিক রাজনৈতিক কর্মসূচি বামপন্থী সংগঠনের। রবিবার করোনা আবহের মধ্যেই ধূপগুড়ির গোসাইরহাট রাজামোহন উচ্চ বিদ্যালয়ে কৃষকসভার ধুপগুড়ি থানা কমিটির সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় । 

উপস্থিত ছিলেন কৃষক সভার জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি প্রাণগোপাল ভাওয়াল, সিপিএম জেলা সম্পাদক সলিল আচর্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়, ধূপগুড়ির দুই প্রাক্তন বিধায়ক মমতা রায়, ও লক্ষ্মীকান্ত রায় সহ সংগঠনের নেতাকর্মীরা। 


সংগঠনের পতাকা উত্তোলন করে কনভেনশন শুরু করেন সংগঠনের থানা কমিটির সভাপতি মোক্তার হোসেন । পতাকা উত্তোলনের পর গোসাইরহাট এলাকায় সহায়ক মূল্যে ধান কেনা, ১০০ দিনের কাজের মজুরি দ্রুত প্রদান, কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান ইত্যাদি দাবিতে মিছিল  করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code