তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২নং ব্লকের তপশিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনে বাংলার যুব শক্তির আহ্বানে বিশ্বমঞ্চে সেরা প্রকল্পের স্বীকৃতি প্রাপ্ত কন্যাশ্রী দিবস পালনে প্রচার অভিযান শুরু করলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক।
উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র সহ আরো অন্যান্য নেতৃত্ব এবং ব্লকের সমস্ত যুবনেতৃত্ব ও যুবযোদ্ধারা।
1 মন্তব্যসমূহ
রেজাল্ট বের হওয়ার আগেই আগামী sessionএর পোর্টাল খুলে গেলে কি HSপরীক্ষার্থীনি কন্যাশ্রীরা (যারা দ্বাদশ শ্রেণীতে একবার renewalএর 1000/- টাকা পেয়েছে) পুনরায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে k2 upgradation এর ফর্ম পূরণ করে জমা দিতে পারবে? কারো জানা থাকলে উত্তর দিন।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊