দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ব্ল্যাড ডোনার অর্গানাইজেশন



কিছুদিন আগে বর্ষায় বানভাসি হয়েছিল কালজানি নদীর তীরবর্তী এলাকার বহু মানুষ।আলিপুরদুয়ার বীরপাড়া কালজানি নদীর পার্শ্ববর্তী বানভাসি এলাকার দুঃস্থ মানুষদের জন্য ২৩তম ফুড ATM পরিষেবা। সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের উদ্যোগে বৃহস্পতিবার এই কর্মসূচির পালন করা হল।এদিন প্রায় তিন শতাধিক মানুষদের মধ্যে ডিম ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে।

সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য জানান, 'এই মহামারিতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ১০টি জায়গায় ২৩ তম দিন থেকে আমরা দুঃস্থ দরিদ্র মানুষদের দুপুরের আহার প্রদান করছি। আজকের কর্মসূচি পালিত হল আলিপুরদুয়ার ১ এর অন্তর্গত পররপার অঞ্চলের বীরপাড়া কালজানি ব্রীজের সন্নিকটে বানভাসি এলাকায়।'

এদিন দুপুরে প্রায় ৩০০ মানুষের মধ্যে ডিম,ভাত খাওয়ানো ব্যবস্থা করা হয়েছিল।মানুষের পাশে থাকই ব্ল্যাড ডোনার অর্গানাইজেশনের মূল লক্ষ্য বলে জানান রাজা বাবু।এদিনের এই ফুড এটিএম আয়োজনে যারা পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি।

ব্লাড ডোনার অর্গানাইজেশনের আলিপুরদুয়ার জেলা সভাপতি রাকেশ মল্লিকের কথায়, 'মানুষ মানুষের জন্য।ধারাবাহিকভাবে আজ ২৩ তম দিনে বিডিও টিম এই মহামারীতে মানুষদের পাশে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে এই কর্মকাণ্ডের পাশে আমি থাকবো।'

এদিন ওই এলাকার মানুষদের ডিম ভাত খাওয়ানোর পাশাপাশি প্রত্যেককে একটি করে মাস্কও প্রদান করা হয় ব্ল্যাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলে জানা যায়।আগামী দিনেও তারা তাদের এই কর্মসূচি চলবে বলে জানান সংগঠনের সদস্যরা।