স্কুলছুট নাবালিকাদের জন্য বড় ঘোষণা রাজ্যের । স্কুলছুট নাবালিকাদের দেওয়া হবে খাদ্যসামগ্রী। নারী ও শিশু কল্যাণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে বুধবার থেকেই এই বন্টন প্রক্রিয়া আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৭তারিখের মধ্যে এই বণ্টন প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
১১ থেকে ১৪ বছর বয়সি, স্কুল ছেড়ে দেওয়া নাবালিকাদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য আলাদা প্রকল্প তৈরি করা হয়েছে। এই নাবালিকাদের জন্য সপ্তাহে ছ’দিন প্রতিদিন সাড়ে ৯ টাকা করে বরাদ্দ করা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ায়, এরজন্য এখনও পর্যন্ত এই খাদ্যসামগ্রী বিলি করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তি অনুসারে, দু’কেজি চাল, ৩০০ গ্রাম মুসুর ডাল এবং এক কেজি করে ছোলা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মীরাই বণ্টনের কাজ করবেন। নাবালিকাদের বাড়ির লোকজন সেন্টারে এসে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারে অথবা কর্মীরা প্রয়োজনে তা বাড়িতে পৌঁছেও দিতে পারেন।
বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে দামও। চাল কিনতে হবে ২৭ টাকা প্রতি কেজি, ডাল ৯০ টাকা প্রতি কেজি এবং ৫৫-৬৫ টাকা প্রতি কেজি ছোলা। সুষ্ঠুভাবে গোটা বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊