সুজাতা ঘোষ , বাগডোগরা :
নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন । কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের জেরে বন্ধ রেল পরিষেবা। বর্তমানে স্পেশাল কিছু ট্রেন চললেও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। ফলে অনাহারেই প্রায় দিন কাটাচ্ছেন স্টেশন চত্বরে শুয়ে থাকা মানুষজন। এই বাসস্থানহীন মানুষগুলো যারা দু'বেলা ভিক্ষে করে দিন কাটান তারা পড়লেন বিপত্তিতে এবং চরম সমস্যায় পড়লেন রেল চত্তরে থাকা হকার ও কুলিরা। নিত্যযাত্রী না থাকায় কর্মহীন এই মানুষগুলো একরকম অনাহারেই দিন কাটাচ্ছিলেন। গতকাল এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালেন 'আন্টি ক্রাইম এন্ড সোস্যাল জাস্টিস ফোরাম' নামক একটি সংস্থা।
এই 'আন্টি ক্রাইম এন্ড সোস্যাল জাস্টিস ফোরামে'র শিলিগুড়ি শাখার পক্ষ থেকে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে থাকা ২০০ জন ভবঘুরে ও দুঃস্থ মানুষদের হাতে ফুট প্যাকেট ও মাস্ক তুলে দিলেন এই সংস্থার সদস্যরা।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশনের সেক্রেটারি রোহিত পাঠক , এই সংস্থার শিলিগুড়ির ডিস্ট্রিক প্রেসিডেন্ট ডোনাল্ড ছেত্রী, শিলিগুড়ির ডিস্ট্রিক্ট সেক্রেটারি শুভজিৎ দাস এবং এই সংস্থার সঙ্গে যুক্ত আরো অনেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊