৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রেল পরিষেবা! 

সংবাদ একলব্যঃ 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘ কয়েকমাস ধরে স্তব্ধ জনজীবন। বন্ধ দোকানপাঠ, স্কুল, কলেজ থেকে গণ পরিবহন, রেল সব কিছু। কার্যত ঘর বন্দি মানুষ। তবে, ধীরে ধীরে কেন্দ্রের তরফে লক ডাউন তুলে আনলকে হাঁটলেও পরিস্থিতির ওপর বিচার করে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য ও লোকাল প্রশাসন। এদিকে, রেল পরিষেবা সচল হওয়ার সীমা ফের পিছিয়ে গেল একবার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লোকাল, দূরপাল্লা থেকে মেট্রো ট্রেন পরিষেবাও বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। তবে স্পেশাল ট্রেন, মালগাড়ি সচল থাকবে। 


এর আগে ১২ই অগাস্ট পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সেই সময়সীমা ফের পিছিয়ে দেওয়া হল। বর্তমানে ভারতীয় রেল ৩০ টি রাজধানী সহ ২০০ টি স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। এই ট্রেনগুলি আগের মতোই চলবে।