স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে অন্য দেশের পতাকার ইমোজি পোস্ট দোভালের- বিতর্কের বন্যা স্যোস্যাল মিডিয়ায় 



আজ ভারতের জাতীয় পতাকার ছবি না দিয়ে ইজিপ্ট (মিশর) এর পতাকার ইমোজি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করলেন IPS অজিত দোভাল (Ajit Doval)।

তিনি আজ তার ফেসবুক [facebook] পেজে লেখেন "Happy independence to all of us" আর তার পরেই ইজিপ্টের পতাকার তিনটি ইমোজি সাথে জুড়ে দেন।

তার সেই ফেসবুক পেজের ফলোয়ার 955053 আর স্বাভাবিক ভাবেই ফলোয়ারদের মধ্যে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে পোস্টটি 23ঘন্টা অতিক্রম করলেও কোন প্রতিক্রিয়া দেননি অজিত দোভাল।
দেখেনিন তার সেই বিতর্কিত পোস্ট-